
খড়গপুর, ১৬ ডিসেম্বর (হি.স.): ফের তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, সমাজবিরোধী ও দেশবিরোধী তত্ত্ব তৃণমূলের নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বর্তমানে কলকাতা এবং পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বিশৃঙ্খলা বিরাজ করছে। এখানকার শাসকদলই এই সমস্যার মূল কারণ। সমাজবিরোধী এবং দেশবিরোধী তত্ত্ব তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে। তাঁদের একমাত্র লক্ষ্য অর্থ উপার্জন এবং ক্ষমতা ধরে রাখা; তারা সবকিছুকে রাজনীতিকরণ করে। এমনকি এত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাও তৃণমূলের দ্বারা কলঙ্কিত হয়েছে, যা আমাদের জন্য লজ্জার কারণ, রাজনীতি এবং কিছু নেতার ক্ষমতালোভী মানসিকতার কারণে। যতক্ষণ পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতির উন্নতির কোনও সম্ভাবনা নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ