
পশ্চিম বর্ধমান, ১৬ ডিসেম্বর (হি. স.): সদ্য দায়িত্ব নেওয়ার পরেই ময়দানে নেমে পড়েছেন কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান বি. সাই রাম। নতুন দায়িত্ব নিয়েই তিনি মঙ্গলবার ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) বিভিন্ন খনি ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এরপর তিনি স্পষ্ট বার্তা দেন - উৎপাদন, গুণমান ও মানবিক দায়িত্ব, তিনটি ক্ষেত্রেই কোনও আপস নয়। সাঁকতোরিয়া এলাকা থেকে শুরু করে সোনপুর বাজারি, কেন্দা, কুনোস্তোরিয়া, ব্যাঙ্কোলা ও ঝাঁঝরা - দিনভর খোলা মুখ ও ভূগর্ভস্থ কয়লা খনির ঘুরে কাজকর্ম খতিয়ে দেখেছেন তিনি। সোনপুর বাজারি প্রকল্পে উৎপাদন পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পুনর্বাসন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি। তাঁদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন চেয়ারম্যান।
নিউ কেন্দা, নর্থ সিয়ারশোল ও নারায়ণকুড়ি ওপেন কাস্ট প্রকল্পে কয়লা উত্তোলন, পরিবহন ও গুণগত মান নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। ব্যাঙ্কোলার নাকরাকোন্দা কুমারডিহি ‘বি’ প্রকল্প এবং ঝাঁঝরার ভূগর্ভস্থ খনিতে গিয়ে কর্মীদের মধ্যে পৌঁছে সেখানে তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন সাইরাম। উৎপাদনের পাশাপাশি নিরাপত্তা ও দক্ষতার ওপর বিশেষ জোর দেন তিনি। চেয়ারম্যান বলেন, - “সংলাপ সমস্যার সমাধানের পথ।” এরপরে ভিডিও কনফারেন্সে সমস্ত এরিয়া জেনারেল ম্যানেজারদের সঙ্গে তিনি এক বৈঠকে উৎপাদন লক্ষ্যমাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত