
ফরিদাবাদ, ১৬ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার ফরিদাবাদের এতমাদপুর ব্রিজের কাছে নদীতে সোমবার রাতে এক যুবক মদ্যপ অবস্থায় ঝাঁপ দেয়। পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান শুরু করা হয়, তবে অন্ধকারের কারণে রাতে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, নদীতে ঝাঁপ দেওয়া যুবক ২৩ বছর বয়সী নবনীত। তার পরিবারের তরফে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০.৩০ মিনিটে বড় ছেলে ফোনে জানায় যে নবনীত এতমাদপুর ব্রিজের কাছে নদীতে ঝাঁপ দিয়েছে। খবর পেয়ে তিনি এবং বড় ছেলে ঘটনাস্থলে পৌঁছে নবনীতকে খুঁজতে থাকেন, কিন্তু রাতের অন্ধকারে তাকে পাওয়া যায়নি। এরপর পুলিশকে জানানো হয়। পুলিশ পরিবারের সঙ্গে রাতভর খোঁজ চালায়। মঙ্গলবার সকালে পুলিশ এবং উদ্ধারকারী দল মিলিত হয়ে পুনরায় অভিযান শুরু করে। এখনও যুবকের কোনও খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ, নবনীত আত্মীয়দের (বড় ভাই ও কাকার ছেলে ) সঙ্গে সেক্টর-৩১ এ গিয়ে মদ্যপ হয়। এরপর তারা বাইক নিয়ে এতমাদপুর ব্রিজে পৌঁছায়। কিছু দূরে নবনীত প্রথমে প্রস্রাবের অজুহাতে গাড়ি থামায় এবং পরবর্তীতে হঠাৎ ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। নবনীতকে বাঁচানোর চেষ্টা করতে তার আত্মীয়রা নদীতে তল্লাশি শুরু করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য