পারদ চড়লো শিমলায়, রয়েছে তুষারপাতের সম্ভাবনা
শিমলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : পারদ চড়লো হিমাচল প্রদেশের শিমলায়। আবহাওয়া দফতরের সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, সোমবার রাতে শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫.৭ ডিগ্রি বেশি। রাজ্যের অন্যান্য এলাকাতেও ত
শিমলায়


শিমলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : পারদ চড়লো হিমাচল প্রদেশের শিমলায়। আবহাওয়া দফতরের সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, সোমবার রাতে শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫.৭ ডিগ্রি বেশি।

রাজ্যের অন্যান্য এলাকাতেও তুলনামূলকভাবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। লাহৌল-স্পিতির কুকুমসেরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রি সেলসিয়াস, তাবোতে মাইনাস ৩ ডিগ্রি, বাজাউরায় ২.৯ ডিগ্রি, ভুন্টারে ২.৮ ডিগ্রি এবং কাংড়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। মান্ডিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৬ ডিগ্রি, হামিরপুরে ৪.৭ ডিগ্রি, সোলানে ৪ ডিগ্রি, পালমপুর ও বিলাসপুরে ৬ ডিগ্রি, উনাতে ৭ ডিগ্রি, সুন্দরনগরে ৩.৪ ডিগ্রি এবং নাহানে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া কুফরি ও নারকান্দায় ৬.৫ ডিগ্রি, রেকং পিওতে ৩.৯ ডিগ্রি, বারথিতে ৫.৬ ডিগ্রি, পাওন্তা সাহিবে ৯ ডিগ্রি এবং দেহরা গোপীপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিলাসপুর ও মান্ডি সহ বেশ কয়েকটি এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। ১৯ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে, তবে ২০ ও ২১ ডিসেম্বর উচ্চ পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande