
বাঁকুড়া, ১৬ ডিসেম্বর (হি.স.) : বাঁকুড়া জেলার সোনামুখীতে এক যুবক ও এক যুবতীর আত্মহত্যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে সোনামুখীর জঙ্গলে কাঠ ও জ্বালানি সংগ্রহ করতে গিয়ে স্থানীয় কয়েকজন একটি গাছের ডালে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে। পরে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম জয়ন্ত বাউড়ি (৩৫), তিনি সোনামুখী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ানবাজার এলাকার বাসিন্দা। মৃত যুবতীর নাম কৃষ্ণা বাউড়ি (৩৩), তাঁর বাড়ি সোনামুখীর রপটগঞ্জ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ন্ত বিবাহিত ছিলেন এবং কয়েক দিন আগে কলকাতায় কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অন্যদিকে কৃষ্ণা ছিলেন বিধবা। দু’জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল বলে অনুমান করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই সম্পর্ককে কেন্দ্র করেই দু’জন আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট