পারিবারিক কলহের জেরে পূর্ব সিংভূমে যুবতীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য
পূর্ব সিংভূম, ১৬ ডিসেম্বর (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বোদাম থানার অন্তর্গত ডি বোদাম ব্লক গ্রামে। মৃত যুবতীর নাম মহিমা মাহাতো (২৯)। পুল
ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক মহিলার দেহ


পূর্ব সিংভূম, ১৬ ডিসেম্বর (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বোদাম থানার অন্তর্গত ডি বোদাম ব্লক গ্রামে। মৃত যুবতীর নাম মহিমা মাহাতো (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মহিমার বিয়ে হয় নিরঞ্জন মাহাতোর সঙ্গে। তাঁদের পাঁচ মাসের একটি শিশু রয়েছে। সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পর মোবাইল ফোন সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণ পর মনোমালিন্যের মধ্যেই মহিমা ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় তাঁর কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। পরে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande