রাঁচিতে নববিবাহিতার রহস্যজনক মৃত্যু
রাঁচি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে নববিবাহিতার রহস্যজনক মৃত্যু। লোয়ার বাজার থানার অন্তর্গত রমজান কলোনিতে এক নববিবাহিতার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সজবীন পারভিন (২১)। মঙ্গলবার তাঁর শ্বশুরবাড়ির একটি ঘর থেকে সন
রাঁচিতে নববিবাহিতার রহস্যজনক মৃত্যু


রাঁচি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে নববিবাহিতার রহস্যজনক মৃত্যু। লোয়ার বাজার থানার অন্তর্গত রমজান কলোনিতে এক নববিবাহিতার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সজবীন পারভিন (২১)। মঙ্গলবার তাঁর শ্বশুরবাড়ির একটি ঘর থেকে সন্দেহজনক অবস্থায় দেহ উদ্ধার হয়।

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সজবীনের উপর পণের দাবিতে লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। পণের দাবি পূরণ না হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সজবীনের স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মৃতার বাপের বাড়ির লোকজন রাঁচিতে পৌঁছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এই সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande