
ভোপাল, ১৬ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার দেশ জুড়ে উদযাপিত হচ্ছে বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে, আমাদের দেশের বীর ও সাহসী সেনারা পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল এবং তাদের ৯৩ হাজার সেনাকেও আত্মসমর্পণ করতে হয়েছিল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বিজয় দিবস উপলক্ষে বীর সেনাদের সাহস ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী ডঃ যাদব এক্স হ্যান্ডেলে লিখেছেন বিজয় দিবসে, আমি সাহসী সেনাদের বীরত্বকে প্রণাম জানাই এবং শহীদ সেনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল। ১৬ ডিসেম্বর, ১৯৭১, আমাদের ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস, শৃঙ্খলা এবং কৌশলগত দক্ষতার একটি সোনালী অধ্যায়, এই সময় পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আজও, সমগ্র জাতি তাদের বীরত্বের জন্য গর্বিত।
হিন্দুস্থান সমাচার / সোনালি