
শিলিগুড়ি,১৬ ডিসেম্বর (হি..স.) : শহরকে যানজট মুক্ত ও ফুটপাথ দখলমুক্ত রাখতে অভিযানে নেমেছে ট্রাফিক বিভাগ। লাগাতার চলছে অভিযান। মঙ্গলবার ঝংকার মোড়, জলপাই মোড় এবং নৌকাঘাট এলাকায় অভিযান চালানো হল।
এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে, জলপাইমোড় ট্রাফিক ওসি এবং ট্রাফিক পুলিশের কর্মীরা অভিযানে নামে। রাস্তায় বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালান ট্রাফিক পুলিশের কর্তারা।পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা করা দোকানগুলিকে ফুটপাত ছেড়ে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়।
আগামীতেও এই অভিযান চলবে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী সামসুদ্দিন আহমেদ।
হিন্দুস্থান সমাচার / সোনালি