যুবভারতী কাণ্ডে সিট গঠনের সুপারিশ তদন্ত কমিটির
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ): তিনদিনের মাথায় যুবভারতীতে ভাঙচুর নিয়ে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে তদন্ত কমিটি। কমিটির তরফে বলা হয়েছে, সিট গঠন করে ঘটনার তদন্ত হোক। প্রথা বহির্ভূতভাবে কী করে জলের বোতল মাঠে ঢুকল, সেই প্রশ্নও তুলেছে কমিটি। লিওনেল মেসির
যুবভারতী কাণ্ডে সিট গঠনের সুপারিশ তদন্ত কমিটির


কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ): তিনদিনের মাথায় যুবভারতীতে ভাঙচুর নিয়ে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে তদন্ত কমিটি। কমিটির তরফে বলা হয়েছে, সিট গঠন করে ঘটনার তদন্ত হোক। প্রথা বহির্ভূতভাবে কী করে জলের বোতল মাঠে ঢুকল, সেই প্রশ্নও তুলেছে কমিটি।

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গন উত্তপ্ত হয়ে ওঠার পরেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসির সফরকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই গ্যালারি থেকে বোতল ছোড়া হয়, ভেঙে ফেলা হয় ব্যানার। তারপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। সঙ্গে সঙ্গে কলকাতা ছাড়েন মেসি।

গোটা ঘটনায় মেসির কাছে ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই ঘটনার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। শনিবার রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী। পরের দিন সেখানে যান কমিটির সদস্যরা। ঘুরে দেখেন গোটা মাঠ।

সোমবার রাতেই রিপোর্ট জমা দেয় কমিটি। মঙ্গলবার সকালে সেই নিয়ে সাংবাদিক বৈঠক করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁর প্রশ্ন, সাধারণত যুবভারতীতে জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি নেই। সেদিন কেন জলের বোতলের স্টল ছিল স্টেডিয়ামের মধ্যে? দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। সেই সঙ্গে সিট গঠন করে যুবভারতী ভাঙচুরের ঘটনার তদন্তের কথা বলা হয়েছে। দর্শকরা টিকিটের দাম ফেরত পাবেন কিনা, সেই নিয়েও কমিটি সুপারিশ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande