
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ) : “১৩ ডিসেম্বর, যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা বিধি লঙ্ঘন করে অত্যন্ত চড়া দামে জলের বোতল বিক্রি করা হয়েছিল। এখনও, ব্যর্থ মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করে পুলিশ বিষয়টি তদন্ত করতে ব্যর্থ হয়েছে।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লেখেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “এই অবৈধ জল বিক্রির চক্রের সাথে জড়িত, 'বাবুসোনা' নামে পরিচিত একজন ব্যক্তির নাম উঠে এসেছে! গুরুতর অভিযোগ থেকে বোঝা যায় যে এই ব্যক্তি 'বাবুসোনা' মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্যের বিশেষ পৃষ্ঠপোষকতা ভোগ করেন। সেই মন্ত্রীকেই সেদিন লিওনেল মেসির চারপাশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। বারবার তাঁকে জোর করে জড়িয়ে ধরার এবং অযাচিত ছবি তোলার চেষ্টা করা হয়েছিল।
চিহ্নিত ছবিগুলি এই একই বাবুসোনাকে শনাক্ত করে, যাঁকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেডের সভায় মন্ত্রীর পাশে বসে থাকতে দেখা যায় এবং যিনি মন্ত্রীর অফিস এবং বাসভবনে বিশেষ সুবিধা উপভোগ করেন বলে মনে হয়।
পুলিশকে অবশ্যই স্পষ্টভাবে জনসাধারণের সামনে সত্য তুলে ধরতে হবে এবং এই ‘বাবুসোনা’ আসলে কে তা প্রকাশ করতে হবে। রাজনৈতিক প্রভুদের বিশেষ আস্থা এবং পৃষ্ঠপোষকতা ভোগ করার কারণে কি তিনি তদন্তের নাগালের বাইরে?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত