
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ) : খেলার মাঠে দুর্ঘটনা নিয়ে সিপিএম-কে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
মঙ্গলবার কুণাল এক্সবার্তায় লেখেন, “হ্যালো কমরেডস।
1) 1980, 16 অগাস্ট। ইডেন। মোহনবাগান-ইস্টবেঙ্গল। মাঠে বিশৃঙ্খলা। পুলিশ ব্যর্থ। 16 মৃত্যু। তখন মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী জ্যোতি বসু। সম্ভবত ক্রীড়ামন্ত্রীও (মনে নেই)। কোন্ তদন্ত? কোন্ ইস্তফা? আজ কথা বলতে লজ্জা করে না? এদিকে আজও আমরা ওইদিনে রক্তদান করে শোক জানাই।
2) 1996, ইডেন। বিশ্বকাপ ক্রিকেট সেমিফাইনাল। ভারত-শ্রীলঙ্কা। গোলমালে সব বন্ধ। মুখ পুড়েছিল কলকাতার, দেশেরও। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। কোন্ তদন্ত? কোন্ ইস্তফা? মনে পড়ে?
তখন ফেসবুক ছিল না বলে আজ সাধু সেজে বিপ্লবী?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত