
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)।ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরূপবাবু। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। আপাতত ওই দফতর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অরূপবাবু জানান, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে আগমনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। তার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন।
সূত্রের খবর, অরূপবাবুর সেই ইচ্ছাকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই গুরুত্বপূর্ণ দফতর মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন বলে সূত্রের খবর। অরূপবাবু অবশ্য তাঁর হাতে থাকা বিদ্যুৎ দফতরের মন্ত্রী পদে বহাল থাকছেন। ওই দফতরের কাজ আগের মতোই সামলাবেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত