প্রয়াত যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং এপিডিসিএল-এর প্রাক্তন ডিরেক্টর প্রফেসর অমিয় দেব
শিলচর (অসম), ১৬ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং এপিডিসিএল-এর প্রাক্তন ডিরেক্টর প্রফেসর অমিয়কুমার দেব। অস্ট্রেলিয়ার সিডনিতে ভারতীয় সময় ভোর ৫-টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত প্
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত প্রকৌশলী প্রফেসর অমিয় কুমার দেব (ফাইল ফটো)


শিলচর (অসম), ১৬ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং এপিডিসিএল-এর প্রাক্তন ডিরেক্টর প্রফেসর অমিয়কুমার দেব। অস্ট্রেলিয়ার সিডনিতে ভারতীয় সময় ভোর ৫-টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত প্রকৌশলী অমিয় দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী দেবিকা দেব, পুত্র অমিতাভ দেব, নাতনি দেবাংশি দেব এবং দুই কন্যা যথাক্ৰমে অনিতা গুহ (অকল্যান্ড) ও অর্পিতা দেব গুপ্তা (আটলান্টা)-কে।

আইআইটি খড়গপুরের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন অমিয় দেব। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিঙে স্নাতক ডিগ্রি অর্জন করার পর স্কটল্যান্ডের গ্লাসগোস্থিত ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড থেকে মাস্টার অব সায়েন্স ডিগ্রি লাভ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং এপিডিসিএল-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবসর গ্রহণের পর তিনি শিলচর এবং মুম্বাইয়ে বসবাস করেন। পরবর্তীতে পরিবার সহ অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ী হন। ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য তিনি শিলচর পলিটেকনিকে মূল্যবান বই দান করেছিলেন।

পাণ্ডিত্য, শৃঙ্খলা ও সততার জন্য তিনি শিক্ষাঙ্গনে বিশেষভাবে শ্রদ্ধেয় ছিলেন। তাঁর প্রয়াণে শিক্ষা ও প্রকৌশল জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন সহকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা।

তাঁর মৃত্যুতে শ্রীহট্ট সম্মিলনী মুম্বাইয়ের সভাপতি ড. দিলীপ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শিলচর পুরসভার প্রাক্তন কমিশনার সাধন পুরকায়স্থ, ড. দীপায়ন সাহা, ড. গোবিন্দ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande