
কুমারঘাট (ত্রিপুরা), ১৬ ডিসেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাট রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে মোট ২৬,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থেকে ট্রেনে করে এক মহিলা মাদকের একটি বড় চালান নিয়ে আসছেন—এমন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুমারঘাট থানার একটি বিশেষ দল রেলওয়ে স্টেশন এলাকায় নজরদারি শুরু করে। স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে সুকান্তনগর কলোনি সংলগ্ন একটি প্ল্যাটফর্মের কাছে সন্দেহভাজন মহিলাকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২৬,০০০ ইয়াবা ট্যাবলেট। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, জব্দ করা মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১.৫ কোটি টাকা।
গ্রেফতারকৃত মহিলার পরিচয় সিপাহিজলা জেলার বক্সনগর এলাকার বাসিন্দা ৪৯ বছর বয়সী পুতুল খাতুন (কাল্পনিক নাম) বলে পুলিশ নিশ্চিত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ট্রেনে শিলচর থেকে এসে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
এ ঘটনায় এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে একটি বৃহত্তর আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগসূত্র থাকতে পারে। চক্রে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ