
বাস্তি, ১৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বাস্তিতে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা । ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, হরদিয়ার কাছে জাতীয় সড়কে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চার জন , আহত ১০ জন ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টা নাগাদ সন্ত কবির নগর থেকে আসছিল একটি যাত্রিবাহী বাস । বাসে ছিল মোট ৬০ জন যাত্রী । বাসটি যখন হরদিয়ায় পৌঁছায় , সেইসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, দুর্ঘটনার অভিঘাতে ট্রাক ও বাসের সামনের দিক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় । দুর্ঘটনায় মারা যায় চারজন । দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন যাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পাশাপাশি চিকিৎসার জন্য আহতের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক