
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)। আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারি ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পেরিয়ে গিয়েছে। বিচারের দাবিতে পুলিশের অনুমতি নিয়েই আজ পথে নামল আন্দোলনকারীরা।
এদিনের বিক্ষোভ ঘিরে কলেজ স্ট্রিট সংলগ্ন মধ্য কলকাতা কার্যত স্তব্ধ হয়ে যায়। রাস্তা অবরোধ, স্লোগান, পোস্টারে একটাই দাবি, ‘পূর্ণাঙ্গ বিচার চাই’। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন সাধারণ মানুষ, চিকিৎসক মহল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
আর জি করের চিকিৎসকের হত্যা-বিষয়ক ঘটনার রায় হয়েছে, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ফাঁসির সাজা পেয়েছে। কিন্তু তাতেও ক্ষোভ কমেনি। বরং সিবিআইয়ের তদন্ত ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়েছে। সোমবার নির্যাতিতার বাবা-মা প্রকাশ্যেই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেই ক্ষোভ ছড়িয়ে পড়ল রাজপথে।
বিক্ষোভকারীদের বক্তব্য, তদন্ত শেষ বলে দাবি করা হলেও প্রকৃত সত্য আজও অন্ধকারেই। সিবিআইয়ের নিজস্ব রিপোর্টেই বলা হয়েছে ঘটনাস্থলে ছ’জন পুরুষের ডিএনএ মিলেছে। তা হলে সঞ্জয় রায়ের বাইরে বাকি পাঁচজন কোথায়? সেই প্রশ্নই আজ রাজপথে তুলে ধরছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, যেভাবে তথ্য আড়াল করা হয়েছে, তা নক্কারজনক। এভাবে সত্য চাপা দিলে আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে পড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত