এসআইআর-এর সম্ভাব্য আশঙ্কা, দলের সব কর্মীকে নিযুক্ত হতে বলল তৃণমূল
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)।এসআইআর-এর সম্ভাব্য আশঙ্কার মোকাবিলায় দলের সব কর্মীকে নিযুক্ত হতে বলল তৃণমূল। এতদিন এই যাবতীয় কাজ বিএলএ-দের উপরই বর্তাত। বিষয়টি নিয়ে মঙ্গলবার এক বৈঠক ডাকেন খোদ দলনেত্রী। দলের সমস্ত কর্মীকে এই কাজে নিযুক্ত হতে বলা হয়েছে বল
এসআইআর-এর সম্ভাব্য আশঙ্কা, দলের সব কর্মীকে নিযুক্ত হতে বলল তৃণমূল


কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)।এসআইআর-এর সম্ভাব্য আশঙ্কার মোকাবিলায় দলের সব কর্মীকে নিযুক্ত হতে বলল তৃণমূল। এতদিন এই যাবতীয় কাজ বিএলএ-দের উপরই বর্তাত। বিষয়টি নিয়ে মঙ্গলবার এক বৈঠক ডাকেন খোদ দলনেত্রী। দলের সমস্ত কর্মীকে এই কাজে নিযুক্ত হতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

মঙ্গলবার বিকেলে ভবানীপুরের আট কাউন্সিলর এবং বিএলএ-দের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কর্মীরদের নির্দেশ দেওয়া হয়, যাঁদের শুনানিতে ডাকা হয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে। জানা গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওয়ার্ড ভিত্তিক রিপোর্টও চেয়েছেন তৃণমূল নেত্রী।

কলকাতার ভবানীপুরে ৪৪ হাজারের বেশি নাম বাদ গিয়েছে। কোনও বৈধ নাম বাদ গেল কিনা, বা যাঁদের নাম বাদ গেছে শুনানিতে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মমতা।

সূত্রের খবর, পাড়ায় পাড়ায় শিবিরে সমস্ত ধরণের সাহায্যের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন দলনেত্রী। তাছাড়া এও বলে রাখেন যে, কাগজ নিয়ে যাঁদের অসুবিধা হচ্ছে তাঁদের 'মে আই হেল্প ইউ; শিবিরে নিয়ে যান। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করুন।

জানা গিয়েছে, মঙ্গলবারের এই বৈঠকে মমতা বারবার বলে দিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া হবে না। বিএলও ও বিএলএ-দের সমন্বয় কেমন ছিল, তা নিয়েও এদিন আলোচনা হয়। বিএলএ-রা অনেকেই জানিয়েছেন, তাঁরা সমস্ত বাড়িতেই গিয়েছেন। কেউ কেউ যদি আবেদনপত্র না ফেরত দেন, সেই অবস্থা সম্পর্কে তাঁরা বুঝতে পারেননি।

যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করার নির্দেশ দেন মমতা। বলেছেন, জীবিত অথচ মৃত দেখানো হচ্ছে কিনা তাও খুঁজে দেখতে হবে। বহুতলে বেশি করে নজর রাখতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande