খসরা তালিকায় নাম না থাকলে নতুন আবেদনপত্র পূরণ করতে হবে, লাগবে ২০০২ সালের যোগসূত্র
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ) : পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। সে ক্ষেত্রে তাঁদের পূরণ করতে হবে কমিশনের দেওয়া ফর্ম ৬। এ ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে কমিশনের। নতুন
খসরা তালিকায় নাম না থাকলে নতুন আবেদনপত্র পূরণ করতে হবে, লাগবে ২০০২ সালের যোগসূত্র


কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ) : পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। সে ক্ষেত্রে তাঁদের পূরণ করতে হবে কমিশনের দেওয়া ফর্ম ৬।

এ ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে কমিশনের। নতুন করে নাম তোলার জন্যও এসআইআর প্রক্রিয়ার মধ্যে আসতে হবে ভোটারদের। আবেদনপত্র ৬-এর সঙ্গে অপর একটি আবেদনপত্র পূরণ করতে হবে তাঁদের।

যাঁরা আগে গণনা আবেদনপত্র পূরণ করেননি, তাঁদের এখন ভোটার তালিকায় নাম তুলতে হলে নতুন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে তাঁদের জন্য থাকবে ফর্ম ৬। সেটির সঙ্গে আরও একটি ফর্ম পূরণ করতে হবে তাঁদের। সেটিও দেখতে এনুমারেশন ফর্মের মতোই। সেখানেও ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যোগসূত্র জানতে চাওয়া হবে।

আগে নতুন করে নাম তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির জন্মতারিখের প্রমাণ রয়েছে, এমন একটি নথি দিতে হত। তার সঙ্গে বাবা-মায়ের (অভিভাবকের) ভোটার কার্ডের তথ্য দিতে হত। এ বার এসআইআর প্রক্রিয়ায় সেই নিয়মে আরও কড়াকড়ি করা হয়েছে। বদলেছে নিয়মও। ওই ভোটারের ২০০২ সালের তালিকায় নাম থাকলে, সেই তথ্য জানাতে হবে কমিশনকে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করল নির্বাচন কমিশন। তার আগেই খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা সকাল থেকেই দেখে নিতে পারেন ভোটারেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande