
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স. ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্র ভবানীপুরে প্রায় ৪৪ হাজার ভোটারের নাম স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়তে চলেছে বলে আগেই জানা গিয়েছিল৷ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর সামনে এল, মুখ্যমন্ত্রী যে বুথে ভোট দেন, সেখানে ১২৭ জনের নাম বাদ গিয়েছে৷
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে ২০২১ সালে জিতেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর কেন্দ্রে প্রায় ১০ হাজার নাম বাদ পড়তে পারে বলে আগেই জানা গিয়েছিল৷ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে যে শুভেন্দুবাবু যে বুথের ভোটার, সেখানে ১১ জনের নাম বাদ গিয়েছে৷
প্রসঙ্গত, সারা রাজ্যেই প্রায় প্রতিটি বুথে বেশ কিছু নাম বাদ গিয়েছে৷ অনেক প্রকৃত ভোটারের নাম বাদ গিয়েছে বলেও অভিযোগ উঠেছে৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত