
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)। সারা রাজ্যে ৫৮ লক্ষের থেকে কয়েক হাজার বেশি ভোটার বাদ গিয়েছে৷ রাজ্যের নানা স্থানে শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। এই অবস্থায় সাধারণ মানুষকে আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন৷
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাস বিএলও-রা বুথে বুথে বসবেন৷ তাঁদের কাছে এই খসড়া তালিকা থাকবে৷ কোনও ভোটার তাঁর নাম যদি অনলাইনে খুঁজে না-পান, তাহলে তাঁদের নির্দিষ্ট বুথে গিয়ে বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে হবে৷
বিএলও-র কাছে যে তালিকার হার্ডকপি রয়েছে, সেখান থেকে নিজের নাম খুঁজে বার করতে পারবেন। এছাড়াও কারও নিজের নাম নিয়ে যদি কারও কোন জিজ্ঞাসা থাকে, সেই বিষয়ে বিএলও-রা সাহায্য করবেন৷ তাছাড়া ইতিমধ্যেই সব বুথে এএসডি তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সিইও ওয়েবসাইটে এই তথ্য দেখা যাচ্ছে।
তার পরও যদি নাম খুঁজে না-পাওয়া যায়, তাহলে কী করতে হবে, সেটাও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে৷ কমিশন জানিয়েছে, কমিশন জানিয়েছে যে কেউ যদি খসড়া তালিকায় নিজেদের নাম খুঁজে না-পান৷ সেই ক্ষেত্রে অনলাইনে ফর্ম ৬ পূরণ করে জমা করে নাম তোলার জন্য আবেদন করা যাবে। আবেদনের পর সেই ব্যক্তিকে শুনানির জন্য ডাকা হবে। এরপর উপযুক্ত নথি দেখিয়ে তালিকায় নাম তোলা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত