
হাফলং (অসম), ১৬ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলা শিশু সুরক্ষা কার্যালয়ের উদ্যোগে ও ডিমা হাসাও জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সহযোগিতায় আজ মঙ্গলবার হাফলং জেলা কমিশনার কার্যালয়ের সভা কক্ষে শিশু সুরক্ষা বিষয়ক ৯০ দিনের সচেতনতা ‘সুরক্ষিত শৈশব, সোনালি অসম’ অভিযান শুরু হয়েছে।
সমগ্র জেলা জুড়ে সচেতনতামূলক কার্যক্রম এবং প্রচারণামূলক কর্মসূচির মাধ্যমে এই অভিযান ৯০ দিন ধরে চলবে। অভিযানে ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে ২৪×৭ টোল-ফ্রি জরুরি পরিষেবা, চাইল্ড হেল্পলাইন ১০৯৮ সম্পর্কে সচেতনতার উপরও জোর দেওয়া হবে। এই হেল্পলাইনটি শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু পাচার, শিশু নির্যাতন, অবহেলা, মাদকদ্রব্যের অপব্যবহার বা পরিত্যক্ত শিশুদের যত্ন এবং সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের সহায়তা প্রদান করবে।
এদিন শিশু সুরক্ষা কার্যালয়ের কর্মকর্তারা জনসাধারণকে ১০৯৮ নম্বরে ডায়াল করে এ ধরনের যে কোনও ঘটনা সংঘটিত হলে অভিযোগ দাখিল করার আহ্বান জানিয়েছেন। এছাড়া তাৎক্ষণিক পদক্ষেপের জন্য সরাসরি জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং শিশু কল্যাণ কমিটির কাছে অভিযোগ দাখিল করার যাবে।
ডিমা হাসাও জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন বিভাগের আধিকারিক এবং রাজ্য শিশু সুরক্ষা সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব