নাবালিকা ছাত্রী নিগ্রহের অভিযোগে স্কুল পরিচালন কমিটির সভাপতি গ্রেফতার, তৃণমূল থেকে বহিষ্কার
ঝাড়গ্রাম, ১৬ ডিসেম্বর (হি.স.) : নাবালিকা স্কুলছাত্রীকে নিগ্রহের অভিযোগে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার একটি হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি অমল দাসকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত অমল দাস একটি বুথের সভাপতিও ছিলেন। মঙ্গলবার ঝাড
নাবালিকা ছাত্রী নিগ্রহের অভিযোগে স্কুল পরিচালন কমিটির সভাপতি গ্রেফতার, তৃণমূল থেকে বহিষ্কার


ঝাড়গ্রাম, ১৬ ডিসেম্বর (হি.স.) : নাবালিকা স্কুলছাত্রীকে নিগ্রহের অভিযোগে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার একটি হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি অমল দাসকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত অমল দাস একটি বুথের সভাপতিও ছিলেন।

মঙ্গলবার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন মাহাত সাংবাদিক সম্মেলন করে জানান, অভিযুক্তকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “এই ঘটনায় দল অভিযুক্তের পাশে নেই। আইন আইনের পথেই চলবে এবং পুলিশ ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা নিয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার মানিকপাড়া এলাকার ওই হাইস্কুলে স্কুল পরিচালন কমিটির সভাপতি অমল দাস দুই নাবালিকা ছাত্রীকে ডেকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার পর রবিবার নিগৃহীত ছাত্রীদের পরিবার মানিকপাড়া ফাঁড়ি ও ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করে।

এদিকে, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন জমা দেওয়া হয়। সোমবার এসএফআই ও এবিভিপির পক্ষ থেকেও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande