মহিলা বিচারকের অস্বাভাবিক মৃত্যু, আবাসন থেকে উদ্ধার দেহ, আদালত চত্বরে শোরগোল
ঝাড়গ্রাম, ১৬ ডিসেম্বর (হি স)। বিচারকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঝাড়গ্রামে আদালত জুড়ে শোকের ছায়া। মঙ্গলবার সেখানে শোরগোল পড়ে যায় জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারকের মৃত্যুর খবরে। প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অফ জেজেবি (জুভেনাইল জাস্টিস বোর্ড) ঝা
মহিলা বিচারকের অস্বাভাবিক মৃত্যু, আবাসন থেকে উদ্ধার দেহ, আদালত চত্বরে শোরগোল


ঝাড়গ্রাম, ১৬ ডিসেম্বর (হি স)। বিচারকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঝাড়গ্রামে আদালত জুড়ে শোকের ছায়া। মঙ্গলবার সেখানে শোরগোল পড়ে যায় জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারকের মৃত্যুর খবরে।

প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অফ জেজেবি (জুভেনাইল জাস্টিস বোর্ড) ঝাড়গ্রাম, অলকানন্দা সরকার (৫৬) মারা যান মঙ্গলবার। নিজের আবাসন থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। আবাসনে একাই থাকতেন তিনি। সকালে পরিচারক বাড়িতে কাজে আসেন। দরজা ধাক্কা দিয়ে বহু ডাকাডাকি করেন। কিন্তু কেউ দরজা খোলে না।

দরজা না খোলায় আদালত চত্বরে থাকা আবাসনে শোরগোল পড়ে যায়। আসেন অন্যান্য আবাসিকরা। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে। এর পর ডাকা হয় দমকলকে। দরজা ভেঙে দেখে, বাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন বিচারক।

গত দ্রুত তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা বিচারককে মৃত বলে ঘোষনা করেন।

হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিচারকের। পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিরা হাসপাতালে পৌঁছন। গোটা বিষয়টা ভাল করে খতিয়ে দেখে নিহত বিচারকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে আদালত চত্বরে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande