অযোধ্যা সফরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
অযোধ্যা, ১৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার রামনগরী অযোধ্যা সফরে এসে শ্রী রামজন্মভূমি মন্দির ও হনুমানগড়ি মন্দিরে দর্শন ও পুজো দেন। এরপর তিনি শ্রী রামজন্মভূমি আন্দোলনের অন্যতম অগ্রণী সন্ন্যাসী ও বিজেপির প্রাক্
মঙ্গলবার অযোধ্যা সফরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ


অযোধ্যা, ১৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার রামনগরী অযোধ্যা সফরে এসে শ্রী রামজন্মভূমি মন্দির ও হনুমানগড়ি মন্দিরে দর্শন ও পুজো দেন। এরপর তিনি শ্রী রামজন্মভূমি আন্দোলনের অন্যতম অগ্রণী সন্ন্যাসী ও বিজেপির প্রাক্তন সাংসদ ড. রামবিলাস দাস বেদান্তী মহারাজের নশ্বর দেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ডঃ রামবিলাস দাস বেদান্তী মহারাজের সোমবার মধ্যপ্রদেশের রেওয়াতে প্রয়াণ হয়। মঙ্গলবার অযোধ্যায় হাজার হাজার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande