মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একাধিক বাস ও গাড়ির ধাক্কায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত ৬, আহত ২৫
মথুরা, ১৬ ডিসেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোর ৪টে নাগাদ একের পর এক ধাক্কা লাগে ৭টি বাস ও ৩টি ছোট গাড়ির। দুর্ঘটনার জেরে একাধিক বাস ও গাড়িতে নিমেষে আগুন ধরে যায়। আগুনে ঝলসে মারা গিয়েছেন ৬ জন যাত্রী। জখম হয়েছেন
মথুরায় দুর্ঘটনা


মথুরা, ১৬ ডিসেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোর ৪টে নাগাদ একের পর এক ধাক্কা লাগে ৭টি বাস ও ৩টি ছোট গাড়ির। দুর্ঘটনার জেরে একাধিক বাস ও গাড়িতে নিমেষে আগুন ধরে যায়। আগুনে ঝলসে মারা গিয়েছেন ৬ জন যাত্রী। জখম হয়েছেন অন্তত ২৫ জন।

মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার সিং জানিয়েছেন, যমুনা এক্সপ্রেসওয়ের আগ্রা-নয়ডা ক্যারেজওয়েতে দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার জন্য সাংঘাতিক কমে যায় দৃশ্যমানতা। তার জেরেই দুর্ঘটনা। প্রথমে একটি বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। কুয়াশার কারণে ওই বাস ও গাড়ি দেখতে না পেয়ে রাস্তার দু'দিক থেকে আসা বাস ও গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং সেগুলিতে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, আগুন লেগে যাওয়ায় বাস ও গাড়িগুলিতে আটকে পড়েন অনেক যাত্রী। আতঙ্কিত যাত্রীদের উদ্ধারে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ ও দমকল। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাও। ১২টি দমকল দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধার করা হয় যাত্রীদেরও। দুর্ঘটনাগ্রস্ত বাস ও গাড়ি থেকে প্রায় ২৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। আহতরা মথুরা, নয়ডা, কানপুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

এই ঘটনার জেরে দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে যায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ে। দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে ক্ষতিগ্রস্ত বাস ও গাড়িগুলিকেও সরানোর ব্যবস্থা করে পুলিশ। একইসঙ্গে অক্ষত যাত্রীদেরও গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। আহতদের যথাযথ ও উন্নত চিকিৎসারও নির্দেশ দিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande