
হাওড়া, ১৬ ডিসেম্বর (হি.স.): ভোগান্তির দিন হতে চলেছে আগামী ১৮ ডিসেম্বর। ওই দিন হাওড়া পুরসভায় বিঘ্নিত হবে পানীয় জল সরবরাহ। যেহেতু চলবে রক্ষণাবেক্ষণের কাজ। হাওড়া পুরসভায় ১৮ ডিসেম্বর দুপুর ১টা থেকে ১৯ ডিসেম্বর ভোর সাড়ে ৫টা পর্যন্ত সমস্ত ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ১৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে পুনরায় স্বাভাবিক হবে পানীয় জল সরবরাহ পরিষেবা, জানাচ্ছেন পুর কর্তৃপক্ষ। পাইপলাইন সংস্কার থেকে শুরু করে একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই পদক্ষেপ। এই সময়ে বাসিন্দাদের ভোগান্তি হবে, তা বলাইবাহুল্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ