
আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিজয় দিবস উপলক্ষে রাজধানী আগরতলার অ্যালবার্ট এক্কা পার্কে শহিদ ভারতীয় সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন পুষ্পার্ঘ্য অর্পণ করে রাজ্যপাল বলেন, বিজয় দিবস সমগ্র ভারতবাসীর কাছে গর্ব ও সম্মানের প্রতীক।
মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনেই ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে, যার মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের অবসান ঘটে এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। এই ঐতিহাসিক যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজ্যপাল তাঁর বক্তব্যে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে বীর ভারতীয় সেনাদের আত্মত্যাগ আজও জাতিকে অনুপ্রেরণা জোগায়। সেই বীর সেনাদের অন্যতম ছিলেন শহিদ অ্যালবার্ট এক্কা। যুদ্ধকালীন সময়ে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করতে গিয়ে তিনি বীরের মৃত্যু বরণ করেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে রাজধানী আগরতলার লিচুবাগান এলাকায় অ্যালবার্ট এক্কা পার্ক নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে রাজ্যপাল আরও স্মরণ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সময় ত্রিপুরা রাজ্যে বহু মুক্তিযোদ্ধা আশ্রয় নেন এবং এখানেই তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তীকালে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান।
এদিনের অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা। বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে রাজ্যপালের হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ