ড্রাগসের গ্রাসে অজ্ঞাত যুবকের মৃত্যু, কামারপুকুরপাড়ে চাঞ্চল্য
আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : ড্রাগসের গ্রাসে প্রাণ হারাল আরও এক যুবক। মঙ্গলবার দুপুরে রাজধানীর পূর্ব আগরতলা থানাধীন কামারপুকুরপাড় এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্
মৃতদেহ উদ্ধার


আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : ড্রাগসের গ্রাসে প্রাণ হারাল আরও এক যুবক। মঙ্গলবার দুপুরে রাজধানীর পূর্ব আগরতলা থানাধীন কামারপুকুরপাড় এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে কামারপুকুরপাড় এলাকায় এক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল বিভাগকে খবর দেয়। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দফতরের দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

দমকল কর্মীরা যুবককে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মহারাজগঞ্জ বাজার দমকল বিভাগের এক আধিকারিক জানান, মৃত যুবকের নাম বা ঠিকানা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নেশার কারণেই তার এই পরিণতি হতে পারে।

এই ঘটনাকে কেন্দ্র করে কামারপুকুরপাড় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande