জবরদখল উচ্ছেদ ঘিরে তোলাবাজির অভিযোগ, দুর্গাপুরে তৃণমূল নেতাকে নিয়ে বিতর্ক
দুর্গাপুর, ১৬ ডিসেম্বর (হি.স.) : দুর্গাপুরে এডিডিএ-র জমিতে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুর্গাপুর জংশন শপিং মলের সামনে আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমিতে গড়ে ওঠা বেআইনি দোক
জবরদখল উচ্ছেদ ঘিরে তোলাবাজির অভিযোগ, দুর্গাপুরে তৃণমূল নেতাকে নিয়ে বিতর্ক


দুর্গাপুর, ১৬ ডিসেম্বর (হি.স.) : দুর্গাপুরে এডিডিএ-র জমিতে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুর্গাপুর জংশন শপিং মলের সামনে আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমিতে গড়ে ওঠা বেআইনি দোকান উচ্ছেদের সময় এই অভিযোগ সামনে আসে, যা নিয়ে শিল্পাঞ্চলে শোরগোল পড়ে যায়।

এদিন উচ্ছেদ অভিযান চলাকালীন ক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা। তাঁদের অভিযোগ, ওই এলাকায় দোকান বসানোর জন্য প্রতি মাসে তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিতেন স্থানীয় তৃণমূল নেতা দেবাংশু রায়। দোকানদারদের দাবি, নিয়মিত টাকা দেওয়া সত্ত্বেও দোকান ভেঙে দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ।

যদিও বিষয়টি নিয়ে দায় এড়িয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “এই ধরনের ঘটনা দল কখনওই সমর্থন করে না। অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে। প্রশাসন প্রশাসনের কাজ করবে।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দেবাংশু রায়। তাঁর দাবি, ওই এলাকায় প্রায় দশ বছর আগে দোকানগুলি গড়ে উঠেছিল। সে সময় তাঁর বয়স কম থাকায় তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande