
আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : আগরতলা স্মার্ট সিটির আওতায় চলমান উন্নয়নমূলক কাজের জেরে পানীয় জলের সঙ্কট বর্তমানে অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে জলের সঙ্কট নিরসনে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন ওয়ার্ড এলাকায় পরিশোধিত পানীয় জল সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের সকল কর্পোরেটর, জল বোর্ডের আধিকারিক এবং পুর নিগমের শীর্ষ আধিকারিকরা।
বৈঠক শেষে এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান, পুর নিগমের কিছু ওয়ার্ড এলাকায় পানীয় জল সরবরাহে নানা সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি দ্রুত সমাধানের লক্ষ্যে পুর নিগম ও জল বোর্ডের আধিকারিকদের মধ্যে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে সকল এলাকায় জলের ঘাটতি রয়েছে, সেখানে কীভাবে দ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তিনি আরও জানান, এখনও পর্যন্ত পুর নিগম এলাকার ১৭,৩৭৭টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এই পরিবারগুলিকে পানীয় জলের আওতায় আনতে ইতিমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
স্মার্ট সিটির কাজের ফলে বিভিন্ন জায়গায় জল ও গ্যাস লাইনের ক্ষতি হচ্ছে বলেও বৈঠকে উঠে আসে। এই বিষয়ে জল বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও অভিযোগ এলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযোগকারীকে সমস্যা সমাধানের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ