
আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের যোগগুরু বাবা রামদেবের প্রতিষ্ঠিত পতঞ্জলি যোগাপীঠের সঙ্গে একটি সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষর করল ত্রিপুরা সরকার। মঙ্গলবার রাজধানীর টিআইএফটি কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই মৌ স্বাক্ষরিত হয়।
মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা এবং পতঞ্জলি যোগাপীঠের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আচার্য বালকৃষ্ণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পতঞ্জলি যোগাপীঠ রাজ্যে আগামী দিনে প্রায় ৩৫০ থেকে ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর ফলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এগ্রি-টেক ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, রাজ্যের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পতঞ্জলি সংস্থা রাজ্যে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। বর্তমানে রাজ্যের আটটি জেলায় পতঞ্জলির প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন। এছাড়াও প্রায় ২ হাজার প্রশিক্ষিত যোগ শিক্ষক রাজ্যজুড়ে কাজ করছেন এবং প্রতিদিন তিন শতাধিক বিনামূল্যের যোগ প্রশিক্ষণ শিবির পরিচালিত হচ্ছে।
এই মৌ স্বাক্ষরের মাধ্যমে রাজ্যে শিল্পোন্নয়ন, কৃষিভিত্তিক প্রযুক্তি ও স্বাস্থ্যক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ