
জলপাইগুড়ি, ১৬ ডিসেম্বর (হি.স.) : পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে এবার উত্তরবঙ্গ ও অসমের একাংশ জুড়ে রেল অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হল। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির তরফে মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ির ধূপগুড়িতে রেললাইন অবরোধ করা হয়। পতাকা, ব্যানার, স্লোগান নিয়ে কর্মসূচিতে যোগ দেন অনেকে। তবে তাঁদের এই কর্মসূচি শুরু হতে না হতেই ময়নাগুড়ি থানা ও রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হঠিয়ে দেয়। রেল চলাচলে তেমন কোনও বিঘ্ন ঘটেনি এখনও পর্যন্ত।
উত্তরবঙ্গে মাঝেমধ্যে বৃহত্তর কোচবিহার ও কামতাপুর পৃথক রাজ্যের দাবিতে সুর চড়ায় বিচ্ছিন্নতাবাদীদের মুষ্টিমেয় কয়েকজন। অজ্ঞাতবাস থেকে কেএলও অর্থাৎ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং মাঝেমাঝে রাজনৈতিক বার্তার আড়ালে হুঁশিয়ারি দিয়ে থাকেন।
এদিন ময়নাগুড়ি, উত্তর দিনাজপুর ও অসমের তিন জায়গায় রেল রোকো কর্মসূচিতে জমায়েত হওয়া বিক্ষোভকারীরা একাধিক দাবি তোলেন। যার মধ্যে রয়েছে আলাদা কামতাপুর রাজ্য, আলাদা ভাষার স্বীকৃতি, কেএলও প্রধান জীবন সিংয়ের সঙ্গে শান্তি আলোচনা করতে হবে দ্রুত। সংগঠনের তরফে সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ”আমরা দীর্ঘদিন ধরে আলাদা রাজ্য, আলাদা ভাষার দাবি করছি। কামতাপুরের জন্য বড় আন্দোলন হয়েছে। আমাদের প্রধান জীবন সিং অনেকদিন ধরে চাইছেন, ভারত সরকারের সঙ্গে বসে শান্তি চুক্তি করতে। কিন্তু সরকার ঢিলেমি করছে। আমরা চাই, এই চুক্তি দ্রুত হোক। তা ত্বরান্বিত করার দাবিতে আমরা আজ কর্মসূচি পালন করছি। আমাদের দাবি বৈধ, তা মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” যদিও তাঁদের জমায়েতের খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও রেল পুলিশ একযোগে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের হঠিয়ে দেয়। আন্দোলনকারীদের সঙ্গে রেলের আধিকারিকরা কথা বলেন। আপাতত এই রুটে রেল চলাচল স্বাভাবিক।
হিন্দুস্থান সমাচার / সোনালি