
আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গঠনে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করতে স্বসহায়ক দল (এসএইচজি) গঠন এবং তাদের সহজ শর্তে ঋণ প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে বলেও তিনি নির্দেশ দেন।
মঙ্গলবার সচিবালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের এক বৈঠকে সভাপতিত্ব করে মুখ্যমন্ত্রী বলেন, যেসব স্বসহায়ক দল নিয়মিতভাবে ঋণ পরিশোধ করছে, তাদের পরবর্তী ঋণ প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে হবে। একইসঙ্গে গতানুগতিক চিন্তাভাবনার বাইরে গিয়ে ব্যাঙ্কগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ল্যাম্পস ও প্যাক্সগুলির সঙ্গে ব্যাঙ্কের সমন্বয় আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষতা উন্নয়ন সংক্রান্ত ভাবনাকে বাস্তবায়িত করতে ব্যাঙ্ক, ল্যাম্পস ও প্যাক্সগুলিকেও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এদিন তিনি স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন ব্যবস্থা, আর্থিক অবস্থা ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক, ল্যাম্পস ও প্যাক্সগুলির কার্যক্রম সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। ব্যাঙ্কের চেয়ারম্যান এন দত্ত আলোচনা করেন এবং ব্যাঙ্কের এমডি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বৈঠকে বক্তব্য রাখেন মুখ্যসচিব জে কে সিনহা, সমবায় দফতরের সচিব তাপস রায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ডঃ পি কে চক্রবর্তী সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
এদিকে, একইদিন মহাকরণের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সভাপতিত্বে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ মার্কেট ফেডারেশন লিমিটেড (মার্কফেড)-এর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী মার্কফেডের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংস্থার কাজের গতি বাড়াতে নতুন নতুন শাখা কার্যালয় খোলার পরামর্শ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিএসইউগুলিকে সার্বিক সহায়তা প্রদান করছে। এক্ষেত্রে পিএসইউ এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যেতে হবে।
সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মার্কফেডের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব এবং এমডি যোগেশ রিয়াং সংস্থার আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। আলোচনায় অংশ নেন মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ডঃ পি কে চক্রবর্তী ও সমবায় দফতরের সচিব তাপস রায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ