ডিম ও দুধে স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে কৈলাসহরে মন্ত্রীর পর্যালোচনা সভা
কৈলাসহর (ত্রিপুরা), ১৬ ডিসেম্বর (হি.স.) : প্রাণীসম্পদ বিকাশ দফতর, মৎস্য দফতর ও তপশিলিজাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা সভা করেন। সভা শুরুর আগে সাংবাদিক
পর্যালোচনা বৈঠক মন্ত্রীর


কৈলাসহর (ত্রিপুরা), ১৬ ডিসেম্বর (হি.স.) : প্রাণীসম্পদ বিকাশ দফতর, মৎস্য দফতর ও তপশিলিজাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা সভা করেন।

সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, রাজ্য বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে ডিম ও দুধ উৎপাদনের ক্ষেত্রে এখনও রাজ্য পুরোপুরি স্বনির্ভর হতে পারেনি। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এই ঘাটতি রয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। তবে ডিম ও দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তগুলির অগ্রগতি কতদূর হয়েছে তা পর্যালোচনা করাই এদিনের সভার মূল উদ্দেশ্য।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী সুধাংশু দাসের সাথে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande