বহিঃরাজ্যে যাওয়ার পথে উদয়পুর রেলস্টেশনে আটক দুই বাংলাদেশি যুবক
উদয়পুর (ত্রিপুরা), ১৬ ডিসেম্বর (হি.স.) : বেশ কিছুদিন ধরে গোমতী জেলার উদয়পুরে বসবাস করলেও পুলিশের নজর এড়িয়ে যাচ্ছিল দুই বাংলাদেশি যুবক। অবশেষে মঙ্গলবার সকালে রেলে করে বহিঃরাজ্যে যাওয়ার সময় উদয়পুর রেলস্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে তারা। পুলিশ
বাংলাদেশের দুই যুবক গ্রেফতার


উদয়পুর (ত্রিপুরা), ১৬ ডিসেম্বর (হি.স.) : বেশ কিছুদিন ধরে গোমতী জেলার উদয়পুরে বসবাস করলেও পুলিশের নজর এড়িয়ে যাচ্ছিল দুই বাংলাদেশি যুবক। অবশেষে মঙ্গলবার সকালে রেলে করে বহিঃরাজ্যে যাওয়ার সময় উদয়পুর রেলস্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের একজনের নাম মহম্মদ ইব্রাহিম। তিনি জানান, প্রায় তিন চার মাস আগে বাংলাদেশ থেকে পালিয়ে এসে চড়িলাম, আগরতলার বটতলা, বিশ্রামগঞ্জ ও উদয়পুর সুপার মার্কেট এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। অপরজনের নাম সাকিম হোসেন। তিনিও বাংলাদেশের বাসিন্দা এবং গত দেড় বছর ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। কাজের সন্ধানে বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে উদয়পুর রেলস্টেশনে এসে রেলে ওঠার প্রস্তুতি নেওয়ার সময়ই তারা পুলিশের হাতে আটক হন।বর্তমানে দুই বাংলাদেশি যুবক পুলিশের হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande