
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স. ) : “ইসলাম যত বাড়ে, নারীবিদ্বেষ তত বাড়ে। ইসলাম যত বাড়ে, বোরখা হিজাব তত বাড়ে। ইসলাম যত বাড়ে, জিহাদি জঙ্গির সংখ্যা তত বাড়ে। ইসলাম যত বাড়ে, হিংস্রতা, বর্বরতা তত বাড়ে।” শনিবার সমাজমাধ্যমে এ কথা লিখলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তিনি লিখেছেন, “জিহাদি জঙ্গিরা ডেইলি স্টার আর প্রথম আলো— এই দুটো সংবাদপত্রের কার্যালয় পুড়িয়ে ছাই করেছে। উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ও পুড়িয়ে ছাই করেছে। তারা বাংলাদেশে কোনও শিল্প, সাহিত্য, সংস্কৃতির অস্তিত্ব চায় না। কোনও সুস্থ সমাজ চায় না। তারা সিনেমা, থিয়েটার, নৃত্য, সংগীত চায় না। শিক্ষিত পরিবেশ চায় না। সচেতনতা চায় না। মুক্তচিন্তা চায় না। বুদ্ধির মুক্তি চায় না। জিহাদি জঙ্গিরা কোরানের আইন চায়। ইসলামের বর্বরতা চায়। জিহাদি জঙ্গিদের ইচ্ছে পূরণ করার জন্য সরকার রয়েছে।
চরম ভারত বিরোধী জিহাদি জঙ্গিরা ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তার বাড়িতেও হামলা করেছে। ভারত বিরোধিতা আগুনের মতো ছড়িয়ে পড়ছে দেশময়। ইসলাম যত বাড়ে, ভারত বিরোধিতা তত বাড়ে। ইসলাম যত বাড়ে, ৭১ গৌণ হতে থাকে আর ৪৭ মূখ্য হতে থাকে, প্রকট হতে থাকে। ইসলাম যত বাড়ে, দ্বিজাতিতত্ত্বে বিশ্বাস তত বাড়ে, সাম্প্রদায়িকতা তত বাড়ে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত