
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, এসএসবি-র অটল নিষ্ঠা সেবার সর্বোচ্চ পরম্পরাকে প্রতিফলিত করে।
প্রধানমন্ত্রী এক্স পোস্টে লেখেন, সশস্ত্র সীমা বল-এর প্রতিষ্ঠা দিবসে, আমি এই বাহিনীর সবাইকে শুভেচ্ছা জানাই। এসএসবি-র অটল নিষ্ঠা সেবার সর্বোচ্চ পরম্পরাকে প্রতিফলিত করে। তাঁদের কর্তব্যবোধ আমাদের দেশের নিরাপত্তার একটি শক্তিশালী স্তম্ভ। চ্যালেঞ্জিং ভূখণ্ড থেকে শুরু করে কঠিন অপারেশনাল পরিস্থিতি পর্যন্ত, এসএসবি সর্বদা সতর্ক থাকে। তাদের ভবিষ্যতের প্রচেষ্টায় শুভকামনা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ