
গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক রোড-শো দেখতে লক্ষ জনতা রাস্তার দুপাশে জড়ো হয়ে তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন।
২৭ নম্বর জাতীয় সড়কের সররসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয়েছিল রোড-শো। তা শেষ হয়েছে বশিষ্ঠ চারিয়ালতে বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবন প্রাঙ্গণে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গুয়াহাটি মহানগরী ছাড়া রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আবালবৃদ্ধবনিতা রাস্তার ধারে জড়ো হয়ে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাস্তার দুপাশে উৎসাহী জনতা স্বাগত জানান। রোড-শোর সময় কেবল ‘মোদী মোদী’, ‘মোদীজি জিন্দাবাদ’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান প্রতিধ্বনিত হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস