
কুল্লু ও শিমলা, ২০ ডিসেম্বর (হি.স.): শীতের আমেজ বৃদ্ধি পেতেই হিমাচল প্রদেশে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শিমলা, কুল্লু সর্বত্রই জমজমাট ঠান্ডা। পর্যটকদের আগমন শুরু হতেই ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন। হোটেলের মালিক কর্তৃপক্ষ খুশি ব্যক্ত করেছেন।
এই মুহূর্তে প্রবল ঠান্ডায় কাঁপছে শিমলা, মানালি ও কুল্লু। আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও নামছে দ্রুত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শনিবার কুল্লুতে এক পর্যটক বলেন, এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা। আগামী দিনে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা সে জন্য অপেক্ষা করছি। আমরা ক্রিসমাস এবং নববর্ষ উদযাপনের জন্য আরও এও সপ্তাহ থাকার পরিকল্পনা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ