পশ্চিমবঙ্গে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে : গৌরব ভাটিয়া
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। তৃণমূলকে আক্রমণ করে গৌরব বলেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। শনিবার এক সাংবাদিক
গৌরব ভাটিয়া


নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। তৃণমূলকে আক্রমণ করে গৌরব বলেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে গৌরব বলেন, পশ্চিমবঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে এবং ভগবান রামকে অসম্মান করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে।

কংগ্রেস ও রাহুলকে আক্রমণ করে গৌরব বলেন, বিরোধী দলনেতা, যার প্রাথমিক দায়িত্ব ছিল সংসদ অধিবেশন চলাকালীন থাকা, কিন্তু তিনি বিদেশে যান। জার্মানির হার্টি স্কুলে তিনি কর্নেলিয়া ওলের সঙ্গে দেখা করেন। তিনি বিদেশের মাটিতে যান এবং এমন মানুষদের সঙ্গে দেখা করেন যাঁরা দেশের শত্রু।'' গৌরব বলেন, ভারতের বিরোধী দলনেতা এই ধরণের শক্তির সঙ্গে দেখা করে কী ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন?

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande