গুয়াহাটিতে বিজেপির প্রদেশ সদর দফতরে বিভিন্ন স্তরের পদাধিকারীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটির বশিষ্ঠ এলাকায় বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বৈঠকক
গুয়াহাটিতে বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে প্রধানমন্ত্রী


গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটির বশিষ্ঠ এলাকায় বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিজেপির প্রদেশ সদর দফতরে পদাৰ্পণ করলে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ স্বাগত জানানো হয়েছে। প্রদেশ সদর দফতরে প্রধানমন্ত্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এর আগে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত টার্মিনালের উদ্বোধন এবং অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উঁচু পূর্ণায়ব মূর্তি উন্মোচন করে সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দিয়ে সরুসজাই পর্যন্ত প্রায় ৩.৮ কিলোমিটার দীর্ঘ বিশাল রোড-শো করেছেন প্রধানমন্ত্রী।

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক অবস্থান পর্যালোচনা করতে দলের প্রদেশ স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী।

বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া জানান, বৈঠকে রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলা সভাপতি এবং জেলা প্রভারী সহ প্রায় ২৮০ জন দলীয় নেতা উপস্থিত ছিলেন। ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, অসমে দলের প্রভারী হরিশ দ্বিবেদী, রাজ্যস্তরের অন্যান্য পদাধিকারী, প্রাক্তন ও বর্তমান সাংসদগণ, মন্ত্রী এবং বিধায়কবর্গ।

দিলীপ শইকিয়া জানান, তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় নেতৃত্বকে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande