প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধিত গুয়াহাটি বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল ভবন এবং আবরণ উন্মোচন গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উঁচু পূর্ণায়ব মূর্তি
গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৪ লক্ষ বৰ্গমিটার ব্যাপী বিস্তৃত নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। আবরণ উন্মোচন করেছেন অসমের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন গোপীনাথ বরদলৈয়ের পূ
গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উঁচু পূর্ণায়ব মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী মোদী


নবনির্মিত টার্মিনাল ভবন


অনুষ্ঠানস্থলে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় তিন মন্ত্রী, বিজেপির প্রদেশ সভাপতির সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর


সত্রিয়া সহ বিহু ও অসমিয়া নাচে-গানে স্বাগত প্রধানমন্ত্রীকে


গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৪ লক্ষ বৰ্গমিটার ব্যাপী বিস্তৃত নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। আবরণ উন্মোচন করেছেন অসমের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন গোপীনাথ বরদলৈয়ের পূর্ণাবয়ব মূর্তি।

রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, বিমান পরিবহণ দফতরের মন্ত্রী রামমোহন নাইডু, দুই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও পবিত্র মার্ঘেরিয়া, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, অসম মন্ত্রিসভার সব সদস্য, প্রায় সব বিজেপি বিধায়কগণের উপস্থিতিতে বছরে ১.৩ কোটি ‎যাত্ৰী পরিচালনাযোগ্য, অত্যাধুনিক রানওয়ে, এয়ারফিল্ড সিস্টেম, অ্যাপ্ৰন এবং ট্যাক্সি ওয়ারে উন্নীত গুয়াহাটি বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

নবনির্মিত টার্মিনালকে অসমে উৎপাতি প্ৰায় ১৪০ মেট্ৰিক টন বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। সাজানো হয়েছে ‎কাজিরঙার সবুজ প্ৰাকৃতিক দৃশ্য, জাঁপি আকৃতি, মোহনীয় গণ্ডারের প্ৰতীক দিয়ে। এছাড়া অসমের জাতীয় অর্কিড-ফুল কপৌকে প্ৰতিফলিত করে ‎৫৭ প্রজাতির অৰ্কিডের আধারে স্তম্ভ নির্মাণ করা হয়েছে। সঙ্গে নিৰ্মাণ করা হয়েছে প্ৰায় এক লক্ষ স্থানীয় প্ৰজাতির উদ্ভিদ ব্যবহার করে এক অনন্য সুন্দর ‘স্কাই ফরেস্ট’। টাৰ্মিনালটি বিমানযাত্ৰীদের জন্য বিভিন্ন সুবিধা এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্ৰে নতুন মানদণ্ড নিৰ্ধারণ করেছে। দ্ৰুত, নন-‎ইন্ট্ৰাসিভ সিকিউরিটি স্ক্ৰিনিঙের জন্য ফুল-বডি স্ক্যানার, ‘ডিজিটালযাত্ৰা’-চালিত কন্টেক্টলেস ট্ৰ্যাভেল, স্বয়ংক্ৰিয় ব্যাগেজ ‎পরিচালনা, ফাস্ট-ট্ৰ্যাক ইমিগ্ৰেশন এবং এআই-চালিত এয়ারপোর্ট অপারেশনের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও ফলপ্ৰসূ ‎যাত্ৰা নিশ্চিত করবে নবনির্মিত টার্মিনালটি।

এছাড়া অসমের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উঁচু পূর্ণায়ব মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ভারতের বিশিষ্ট ভাস্কৰ্যশিল্পী রাম সুতারের সুযোগ্য পুত্ৰ এই মূৰ্তি নিৰ্মাণ করেছেন। গোপীনাথ বরদলৈয়ের মূর্তি উন্মোচনী অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় তিন মন্ত্রী, গোপীনাথ বরদলৈয়ের ছেলে বলীন বরদলৈ, সাংসদ তথ বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া প্রমুখ সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকবর্গ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande