
কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ শেষ হবে, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কলকাতা থেকে অডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বিহারের জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ চলছে। এর থেকে বঙ্গের মানুষ মুক্তি চায়। এখানকার বাচ্চারা বলছে, বাঁচতে চাই, বিজেপি চাই।’ এ ছাড়াও, এ দিনের সভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী মোদী বলেন, বিহার আবারও এনডিএ সরকারকে উন্নয়নের জন্য বিশাল জনাদেশ দিয়েছে।।বিহারও বাংলায় বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে। বিহার এক কণ্ঠে 'জঙ্গলরাজ'-এর শাসন প্রত্যাখ্যান করেছে। ২০ বছর পরেও, তারা বিজেপি-এনডিএকে আগের চেয়ে বেশি আসন দিয়েছে। এখন আমাদের পশ্চিমবঙ্গও 'মহাজঙ্গলরাজ' থেকে মুক্তি পাবে। প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধিতা করে। তারা বারবার, সর্বশক্তি দিয়ে আমাদের তীব্র বিরোধিতা করে। আমি বুঝতে পারছি না কেন পশ্চিমবঙ্গের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আপনারা মোদীর বিরোধিতা করতে পারেন, কিন্তু বাংলার মানুষকে অসন্তুষ্ট করবেন না। তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না। তাদের স্বপ্ন ভেঙে ফেলার পাপ করবেন না। আমি হাত জোড় করে পশ্চিমবঙ্গের জনগণকে বিনীতভাবে অনুরোধ করছি, বিজেপিকে একটি সুযোগ দিন। অনুপ্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গ দখল করতে আগ্রহী অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন। অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এসআইআর-এর বিরোধিতা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ