
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.) : বিমানবন্দরের ভিতরেই এক যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটের বিরুদ্ধে। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় শোরগোল পড়ে যায়।
স্পাইসজেটের যাত্রী অঙ্কিত দেওয়ানের দাবি, স্ত্রী ও চার মাসের শিশু সন্তানকে নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। শিশু সন্তান থাকায় বিমানবন্দরের কর্মীরা তাঁকে পিআরএম (পার্সনস উইথ রিডিউসড মোবিলিটি)-এর জন্য নির্দিষ্ট নিরাপত্তা পরীক্ষার লাইনে যেতে বলেন।
অঙ্কিতের অভিযোগ, ওই লাইনে দাঁড়ানোর পরে কয়েক জন যাত্রী লাইন ভেঙে এগোতে গেলে তিনি আপত্তি জানান। তখনই গন্ডগোল বাঁধে। তিনি আপত্তি জানাতেই বীরেন্দ্র নামে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলট কটূক্তি করতে শুরু করেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এক যাত্রী লাইন ভেঙে এগিয়ে যাচ্ছেন দেখে প্রতিবাদ করি। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন বীরেন্দ্র নামে এক পাইলট আমাকে অশিক্ষিত বলে দেন। জানতে চান, আমি সাইনবোর্ড পড়তে পারি কি না।’
এখান থেকেই বচসার সূত্রপাত। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যে আচমকাই অঙ্কিতের উপরে ঝাঁপিয়ে পড়েন পাইলট বীরেন্দ্র। বিমানবন্দরের মেঝেতে ফেলে কিল, চড়, ঘুষি মারতে শুরু করেন তিনি। ঘটনা দেখে বিমানবন্দরের অন্য যাত্রীরাও ছুটে আসেন। ততক্ষণে অঙ্কিতের নাক, মুখ ফেটে গিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে তাঁর জামাকাপড়। ছুটে আসেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরাও। তাঁরাই বীরেন্দ্রকে সরিয়ে নিয়ে যান।
অভিযুক্ত পাইলটকে সমস্ত অফিসিয়াল দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এয়ারলাইন সংস্থা। শুরু হয়েছে তদন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত