
রাবাত, ২৩ ডিসেম্বর (হি.স.) : সোমবার মরক্কোতে আফ্রিকা কাপ অফ নেশনস (এফকন) ২০২৫-এ প্রথম খেলায় জিম্বাবুয়েকে ২-১ গোলে হারিয়েছে মিশর । মহম্মদ সালাহ স্টপেজ-টাইমে নাটকীয় জয় এনে দেন।
লিভারপুলের বেঞ্চে টানা চারটি ম্যাচ খেলার পর মিশরের অধিনায়ক ৯১তম মিনিটে বাম পায়ের এক প্রচেষ্টায় সাতবারের চ্যাম্পিয়ন দলকে জয় এনে দেন। প্রথমার্ধের ২০ মিনিটে জিম্বাবুয়ের প্রিন্স ডুবের গোল করে চমকে দেওয়ার পর মিশর আক্রমণাত্মক খেলা শুরু করে। ৬৪ মিনিটে দলকে সমতা ফেরান মিশরের প্রিমিয়ার লিগ দলের খেলোয়াড় ওমর মারমুশ। এরপর সালাহর শেষ মুহূর্তের গোলে মিশরের জয়ের দ্বার উন্মোচিত হয়। বক্সিং দিবসে মিশর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি