ডিকেএস-প্রথম ক্রিকেট প্যাভিলিয়নের উদ্বোধন
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : বাংলার দুই কিংবদন্তীকে শ্রদ্ধা জানিয়ে ডিকেএসের - এর প্রথম ক্রিকেট প্যাভিলিয়নের বুধবার উদ্বোধন হয়েছে। দেশপ্রিয় পার্ক লাগোয়া ওই দক্ষিণ কলিকাতা সংসদ বা ডিকেএস। এদিন তাদের উদ্যোগে নির্মিত প্রথম ক্রিকেট প্যাভিলিয়নের উদ্
ডিকেএস-প্রথম ক্রিকেট প্যাভিলিয়নের উদ্বোধন


কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : বাংলার দুই কিংবদন্তীকে শ্রদ্ধা জানিয়ে ডিকেএসের - এর প্রথম ক্রিকেট প্যাভিলিয়নের বুধবার উদ্বোধন হয়েছে। দেশপ্রিয় পার্ক লাগোয়া ওই দক্ষিণ কলিকাতা সংসদ বা ডিকেএস। এদিন তাদের উদ্যোগে নির্মিত প্রথম ক্রিকেট প্যাভিলিয়নের উদ্বোধন হল। উল্লেখ্য, বাংলার দুই কিংবদন্তী ক্রিকেটার গোপাল বসু ও নির্মল চট্টোপাধ্যায় - উভয়ের নামাঙ্কিত ক্রিকেট প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও সচিব বাবলু কোলে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন যুগ্ম সচিব গৌতম দাশগুপ্ত, দক্ষিণ কলকাতা সংসদ ( সংক্ষেপে ডি. কে. এস) - এর সভাপতি তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, সাধারণ সম্পাদক হিরন্ময় চট্টোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়, গৌতম সোম প্রমুখ। এদিন সেই উপলক্ষ ৪৫ ওভারের এক বন্ধুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande