বিজয় হাজারে ট্রফিতে ফিরেই দ্রুততম লিস্ট এ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা
জয়পুর, ২৪ ডিসেম্বর (হি.স.) : বুধবার জয়পুরে সিকিমের বিপক্ষে মুম্বইয়ের হয়ে ৬২ বলে সেঞ্চুরি করে সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে আসেন রোহিত শর্মা। মুম্বই যখন ২৩৭ রান তাড়া করতে নেমেছিল, তখন রোহিত সোয়াই মানসিংহ স্টেডিয়ামে জনাকীর্ণ জনতার সামন
বিজয় হাজারে ট্রফিতে ফিরেই দ্রুততম লিস্ট এ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা


জয়পুর, ২৪ ডিসেম্বর (হি.স.) : বুধবার জয়পুরে সিকিমের বিপক্ষে মুম্বইয়ের হয়ে ৬২ বলে সেঞ্চুরি করে সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে আসেন রোহিত শর্মা।

মুম্বই যখন ২৩৭ রান তাড়া করতে নেমেছিল, তখন রোহিত সোয়াই মানসিংহ স্টেডিয়ামে জনাকীর্ণ জনতার সামনে ব্যাটিং শুরু করেন।

৩৮ বছর বয়সী এই খেলোয়াড় সরাসরি বোলারদের মুখোমুখি হন, ৬২ বলে আটটি চার এবং সমান ছক্কার সাহায্যে তার সেঞ্চুরি পূর্ণ করেন।

এটি বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় সেঞ্চুরি এবং লিস্ট এ ক্রিকেটে তার দ্রুততম সেঞ্চুরি, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার ৬৩ বলের সেঞ্চুরির চেয়েও বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande