বিজয় মার্চেন্ট ট্রফিতে মুম্বইকে যোগ্য জবাবে বাংলা - ৩/১৬৩ রান
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স) : অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে মুম্বই রানের পাহাড় গড়েছে। এর পাল্টা জবাবে বাংলা। বুধবারের খেলায় ভুবনেশ্বরের কেআইআইটি ক্রিকেট স্টেডিয়ামে ১১২.৫ ওভারে ৭/৪২১ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করে মুম্বই। আয়ুষ শে
বিজয় মার্চেন্ট ট্রফিতে মুম্বইকে যোগ্য জবাবে বাংলা - ৩/১৬৩ রান


কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স) : অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে মুম্বই রানের পাহাড় গড়েছে। এর পাল্টা জবাবে বাংলা। বুধবারের খেলায় ভুবনেশ্বরের কেআইআইটি ক্রিকেট স্টেডিয়ামে ১১২.৫ ওভারে ৭/৪২১ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করে মুম্বই। আয়ুষ শেটে ১৫০ রান ও হর্ষ শৈলেশ কদম ১০৩ রান করে। বোলিং একনজরে - ত্রিপর্ণ সামন্ত ৩টি, উৎসব শুক্লা ২টি, প্রবীণ ছেত্রী ও সায়ক জানা ১টি করে উইকেট নেয়।

এর জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার দলগত স্কোর ৬৫ ওভারে ৩/১৬৩। বাংলা ২৫৮ রানে পিছিয়ে রয়েছে। সৌহার্দ্য নিয়োগী ৫৯ রান ও প্রবীণ ছেত্রী ৩২ অপরাজিত। রাম সেন - ৪৪, তুফান রায় - ৯ ও অধিনায়ক রাজেশ মণ্ডল ৯ রান করে আউট। তিনটি উইকেট নিয়েছে কার্তিক কুমার। উল্লেখ্য, আগামীকাল খেলার শেষ দিন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande