
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) বিজয় হাজারে ট্রফিতে ৭ বল বাকি থাকতেই বাংলার জয়।এদিন রান তাড়া করেই দলের সেরা জয়। নজির টু্র্নামেন্টের ইতিহাসে হারাল বিদর্ভ।
উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নিরিখে যুগ্ম তৃতীয় স্থান দখল করল বাংলা। বুধবার রাজকোটে সানোসারা ক্রিকেট গ্রাউন্ড 'এ'-তে ৩৮৩ রানের টার্গেট তাড়া করে বাংলা জয় ৭ বল বাকি থাকতেই। বিদর্ভের ৫০ ওভারে সংগ্রহ ৫/৩৮২ রান।
এদিন টসে জিতে ফিল্ডিং নেয় বাংলা। ধ্রুব শোরে ১২৫ বলে ১৩৬ রান ও ওপেনার আমন মোখাড়ে ৯৯ বলে ১১০ রান করে। মহম্মদ শামি ২টি মেডেন - সহ ১০ ওভারে ৬৫ রান ও আমির গণি ১০ ওভারে ৮০ রান দিয়ে ২টি করে উইকেট নেয়।
এর জবাবে খেলতে নেমে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছেছে ৪৮.৫ ওভারে। শাহবাজ আহমেদ ছয় নম্বরে নেমে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে সর্বাধিক ৭১ রান করে। অভিষেক পোড়েল ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ওপেনিং জুটিতে ১১.৫ ওভারে ১০৩ রান।
অভিমন্যু ৭১ রান করে। ঘরামি ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৮ রান। অনুষ্টুপ মজুমদার ৩৫ বলে ৩৩ রান, সুমন্ত গুপ্ত ৯ বলে ১২ রান, করণ লাল ১১ বলে ৫ রান করে। আকাশদীপ ২৪ বলে ৩৮ রান ও আমির গণি ৮ রানে অপরাজিত। ২টি করে উইকেট নেয় যশ ঠাকুর, নচিকেত ভুটে ও পার্থ রেখাড়ে।
প্রসঙ্গতঃ বিজয় হাজারে ট্রফিতে সফলভাবে সর্বাধিক রানের টার্গেট তাড়া করার রেকর্ডও ভেঙে গিয়েছে। ম্যাচের সেরা শাহবাজ আহমেদ ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত